অঙ্গুরীয় বিনিময় । কfরবে। এই কৰ্ম্ম সুসম্পন্ন করিজে পারিলেই জানিবে ষে, আমার যাবৎ পরিশ্রমের ফল পরিণtমে তোমারই ভোগ্য হইবে।” বাদদাহ দুই তিন বার এই পত্রথনি মনে মনে পাঠ করিয়া ভাবিলেন যে, যদি পুত্র আমার মতানুযায়ী হইয়া চলে তবে আমিও অfপনার সকল শক্র একেবারে জানিতে পারি, এবং সে স্বয়ং কথন সত্য সত্য বিদ্রোহ উপস্থিত করিবার মনন করিলে কাছ কর্তৃক ও শিশ্বাস্ত হইবে না-কিন্তু তাহ না হইয়। যদি যে আপনার পক্ষ বলবান দেখিয়৷ এই বারেই বিদ্রোহ করে তবে কি কৰ্ত্তব্য ?—প্রভুদিগের এই পরম দুঃখ যে কাহাকে ন কাহাকে বিশ্বাস ন করিলে কোন কাৰ্য্য সাধন হয় না—হায় ! যদি আমি স্বয়ং স্বহস্তে गैभूनाथ কার্য্য সাধন করিতে পারিতাম, তাহা হইলে জগৎ এক দিক এবং আমি এক ল এক দিক্ হইলেও, বুঝি জয় হইত—পরে ক্ষণ কাল টিস্তা করিয়া এক জন অতি বিশ্বাস-ভাজন ভৃত্যকে নিকটে তাহানপুৰ্ব্বক কহিলেন—“তুমি এই পত্র লইয়া শীঘ্র বিজয়পুর প্রদেশে যাও—অতি সংগোপনে ইহা অামার পুত্রের হস্তে দিবে-পরে রাজা জয়সিংহ প্রভৃতি সেনানীবগ যখন পরামর্শ করিবে তখন নিকটে থাকিতে চাহিও, যদি পুত্র তোমাকে নিকটে থাকিতে দেন তবে তাহার তালুক্সের কৰ্ম্মে নিযুক্ত হইও—পরে সকলে যে সকল কথা কহিবেন শ্রবণ করিবে এবং জয়সিংহ তামার পুত্রের আদেশানুসারে যদি বিদ্রোহকরণে স্বীকার করেন তবে র্তাহীকে একটি পান দিবে, সেই পানের মসলা এই--আরবে এই বলিতে বলিতে ভূত্যের হস্তে একটি কাগচের মোড়ক দিলেন এবং কহিতে লাগিলেন “যদি তুমি নিকটে থাকিতে ন পাও তথাপি জয়সিংহের তাম্বুলবtছকের সহিত অলিপি করিও—বুঝিয়াছ!” ভূত্য হাস্ত করিয়া নতশির হইল এবং বাদসাহের হস্ত হইতে পত্র ও পাথেয় প্রভৃতি গ্রহণ করিয়া প্রস্থান করিল। اسسسسسده () ه مسدسه
পাতা:ঐতিহাসিক উপন্যাস.djvu/৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।