পাতা:ঐতিহাসিক উপন্যাস.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অঙ্গুরীয় বিনিময়। ৭৩ উপনীত হইলেন । তথায় বিবিধ দ্রব্যজাত এরং নান দেশীয় লোকের সমাগম দর্শনে কিঞ্চিৎ তন্মনস্ক হইয়াছেন, এমত সময়ে দেখিলেন, একজন সন্ন্যাগী তাছার প্রতি এক দৃষ্টে নিরীক্ষণ করিতেছেন। যাহার বহুকাল বিদেশ পর্য্যটন করিয়াছেন, তাহারাই অপরিচিত জনময়স্থানে স্বদেশীয় পরিচিত ব্যক্তির সনদর্শন লাভে কি পৰ্য্যন্ত আনন্দ হয় বুঝিতে পারেন। মহারাষ্ট্রপতি ঐ সন্ন্যাসীকে দেখিয়া সেইরূপ আনন্দানুভব করিতে লাগিলেন। শিবাজী, ঐ ব্যক্তিকে দেখিবামাত্র তাছাকে আপনার গুরুদেব রামদাস স্বামীর একজন শিষ্য বলিয়। চিনিতে পারিলেন । অনন্তর তিনি যে দিকে গমন করিলেন, আপনিও ক্রমে ক্রমে সেই পথে যাইতে লাগিলেন। কিন্তু সমভিব্যাহারী নগরপালের.ভয়ে কেহই পরস্পর অভ্যর্থন দ্বারা পুৰ্ব্ব পরিচয় প্রকাশ করিলেন না। কিয়দূৰ গমন করিয়া মহারাষ্ট্রপতি দেখিতে পাইলেন, শ্ৰীমন্‌ রামদাস স্বামী কতিপয় শিষ্য সমভিব্যtহারে একটা বট বৃক্ষতলে উপৰিষ্ট অঃছেন। মহারাজ মনে মনে র্তfহfর চরণ বন্দন করিয়৷ তৎক্ষণাৎ পরামর্শাবধারণ করত নগরপালকে কহিলেন, অদ্য অfর অধিক গমন করিব না-চল, বাসায় ফিরিয়া যাই—কিন্তু ঐ তেজঃপুঞ্জ ব্রহ্মচারীকে দেখিয়া স্মরণ হইতেছে, আমি পীড়িতাবস্থায় মানসিক সঙ্কল্প করিয়াছিলাম সুস্থ হইলে দেবাচৰ্চনা করাইব, উইtকে জিজ্ঞাস কর দেখি; যদি উনি স্বয়ং অামার স্বস্ত্যয়নের ভার গ্রহণ করেন তাহা হইলে কল্য প্রাতে বাসায় গমনের নিমন্ত্ৰণ করিয়া যাই । নগরপাল তৎক্ষণাৎ অগ্রসর হইয়া রামদাস স্বামীকে ঐ কথা জিজ্ঞাসা করিলে তিনি প্রথমতঃ অস্বীকৃত-প্রায় হইলেন, পরে শিবাজী স্বয়ং যাইয়। অনেক অমুনয় বিনয় করিলে নিমন্ত্রণ গ্রহণ করিলেন । নগরপাল পাছে কোন সন্দেহ করে, এই জন্তই রামদাস স্বামী প্রথমতঃ নিমন্ত্রিত হইতে অনিচ্ছা প্রকাশ করিয়াছিলেন, নচেৎ শিবুঞ্জীর সহিত নিভৃতে সাক্ষাৎ হয় ইহা তাহার একান্ত বাসন ছিল । অতএব তিনি পরদিবস অতি প্রতুধেই মহারাষ্ট্রপতির আলয়দ্বারে উপস্থিত্ত্ব হইলেন, এবং নগরপাল অনতিবিলম্বে তাছাকে রাজসমক্ষে উপনীত করিল। গুরু শিষ্যে একত্র হুইয়া যে কথোপকথন হইল, তাহার মৰ্ম্ম এই--রামদtষ্ণু } o