পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
হাসিরাশি।
৯৫

চাঁদ ভাবে কোথেকে এল
চাঁদের মত মেয়ে!
কটি প্রাণের হাসিখানি
চাঁদের পানে হােটে,
চাঁদের মুখের হাসি, আরাে
বেশী ফুটে ওঠে।
এমন সাধের ডাক শুনে চাঁদ
কেমন ক’রে আছে,
তারাগুলি ফেলে বুঝি
নেমে আসবে কাছে!
সুধা মুখের হাসিখানি
চুরি করে নিয়ে,
রাতারাতি পালিয়ে যাবে
মেঘের আড়াল দিয়ে।
আমরা তারে খুব ধ'রে
রাণীর পাশেতে।
হাসি রাশি বাঁধা মৰে

হাসি রাশিতে।