পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

পত্র।

শ্রীমতী ইন্দিরা। প্রাণাধিকা।
   ষ্টীমার। খুলনা।

মাগাে আমার লক্ষ্মী,
মনিষ্যি না পক্ষী!
এই ছিলেম তরীতে,
কোথায় এ ত্বরিতে!
কাল ছিলেম খুলনায়,
তাতে ত আর ভুল নাই,
কল্‌কাতায় এসেছি সদ্য,
বসে বসে লিখ্‌চি পদ্য।


তােদের ফেলে সারাটা দিন
 আছি অমনি এক্‌-রকম্‌,
খােপে বসে পায়রা যেন
 কর্‌চি কেবল বক্‌বকম্‌।