পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

জন্মতিথির উপহার।

(একটি কাঠের বাক্স)

শ্রীমতী ইন্দিরা। প্রাণাধিকাসু

স্নেহ-উপহার এনেছিরে দিতে
 লিখেও এনেছি দু-তিন ছত্তর।
দিতে কত কিযে সাধ যায় তােরে
 দেবার মত নেই জিনিষ-পত্তর!
টাকাকড়ি গুলাে ট্যাঁকশালে আছে
 ব্যাঙ্কে আছে সব জমা,
ট্যাঁকে আছে খালি গােটা দুত্তিন
 এবার কর বাছা ক্ষমা!
হীরে জহরৎ যত ছিল মাের
 পোঁতা ছিল সৰ মাটিতে,
জহরী যে যেত সন্ধান পেয়ে
 নে গেছে যে যার বাটিতে!
দুনিয়া সহর জমিদারী মাের,
 পাঁচ ভূতে করে কাড়াকাড়ি,