পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

চিঠি।

শ্রীমতী ইন্দিরা। প্রাণাধিকাসু।
  ষ্টীমার “রাজহংস।” গঙ্গা।


চিঠি লিখ্‌ব কথা ছিল,
 দেখ্‌চি সেটা ভারি শক্ত।
তেমন যদি খবর থাকে
 লিখ্‌তে, পারি তক্ত তক্ত।
খবর বয়ে বেড়ায় ঘুরে
 খবরওয়ালা ঝাকা-মুটে।
আমি বাপু ভাবের ভক্ত
 বেড়াইনাকো খবর খুঁটে।
এত ধুলল, এত খবর
 কল্‌কাতাটার গলিতে!
নাকে চোকে খবর ঢেকে
 দু-চার কদম চলিতে।
এত খবর সয়না আমার
 মরি আমি হাঁপােষে!