এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চিঠি।
১২১
খোঁড়ার পা যে পানায় পড়ে
আমিই তাহার সাক্ষি।
আমি কারো নাম করিনি
তবু ভয়ে মরি।
তুই পাছে নিস্ গায়ে পেতে
সেইটে বড় ডরি!
কথা এক্টা উঠ্লে মনে
ভারি তোরা জ্বালাস্।
আমি বাপু আগে থাক্তে
বলে হলুম খালাস্।