পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

পত্র।

শ্রীমান্ দামু বসু এবং চামু বসু
 * * * সম্পাদক সমীপেষু।


দামু বােস্ আর চামু বােসে
 কাগজ বেনিয়েছে,
বিদ্যে খানা বড় ফেনিয়েছে।
   (আমার দামু আমার চামু!)
কোথায় গেল বাবা তােমার
 মা জননী কই!
সাত-রাজার-ধন মাণিক ছেলের
 মুখে ফুটচে খই।
   (আমার দামু আমার চামু!)
দামু ছিল এক-রত্তি
 চামু তথৈবচ,
কোথা থেকে এল শিখে
 এতই খচমচ।
   (আমার দামু আমার চামু।)