এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পত্র।
শ্রীমতী ইন্দিরা। প্রাণাধিকাসু।
নাসিক।
এত বড় এ ধরণী মহাসিন্ধু-ঘেরা,
দুলিতেছে আকাশ সাগরে,—
দিন-দুই হেথা রহি মােরা মানবেরা
শুধু কি মা যাব খেলা করে!
তাই কি ধাইছে গঙ্গা ছাড়ি হিমগিরি,
অরণ্য বহিছে ফুল ফল,—
শত কোটি রবি তারা আমাদের ঘিরি
গণিতেছে প্রতি দণ্ড পল!
শুধু কি মা হাসি খেলা প্রতি দিন রাত,
দিবসের প্রত্যেক প্রহর!
প্রভাতের পরে আসি নূতন প্রভাত
লিখিছে কি, একই অক্ষর!