পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

পত্র।

শ্রীমতী ইন্দিরা। প্রাণাধিকাসু।
     নাসিক।


আমার এ গান, মাগাে, শুধু কি, নিমেষে
মিলাইবে হৃদয়ের কাছাকাছি এসে?
 আমার প্রাণের কথা
 নিদ্রাহীন আকুলতা
শুধু নিশ্বাসের মত যাবে কি মা ভেসে!

এ গান তােমারে সদা ঘিরে যেন রাখে,
সত্যের পথের পরে নাম ধ’রে ডাকে।
 সংসারের সুখে দুখে
 চেয়ে থাকে তাের মুখে,
চির আশীর্ব্বাদ সম কাছে কাছে থাকে।

বিজনে সঙ্গীর মত করে যেন বাস!
অনুক্ষণ শোনে তাের হৃদয়ের আশ।