পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৫৬
কড়ি ও কোমল।

 পড়িয়া সংসার ঘোরে
 কাঁদিতে হেরিলে তােরে
ভাগ করে নেয় যেন দুখের নিশ্বাস!

সংসারের প্রলােভন যবে আসি হানে
মধুমাখা বিষবাণী দুর্ব্বল পরাণে,
 এ গান আপন সুরে
 মন তাের রাখে পূরে,
ইষ্টমন্ত্র সম সদা বাজে তাের কানে!

আমার এ গান যদি সুদীর্ঘ জীবন
তােমার বসন হয় তােমার ভূষণ!
 পৃথিবীর ধূলিজাল
 করে দেয় অন্তরাল,
তােমারে করিয়া রাখে সুন্দর শােভন!

আমার এ গান যদি নাহি মানে মানা
উদার বাতাস হ’য়ে এলাইয়া ডানা