পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পত্র।
১৫৭

 সৌরভের মত তােরে
 নিয়ে যায় চুরি কোরে,
খুঁজিয়া দেখাতে যায় স্বর্গের সীমানা!

এ গান যদিরে হয় তাের ধ্রুব তারা,
অন্ধকারে অনিমেষে নিশি করে সারা!
 তােমার মুখের পরে
 জেগে থাকে স্নেহভরে
অকূলে নয়ন মেলি দেখায় কিনারা!

আমার এ গান যদি পশি তাের কানে
মিলায়ে মিশায়ে যায় সমস্ত পরাণে।
 তপ্ত শােণিতের মত
 বহে শিরে অবিরত,
অনন্দে নাচিয়া উঠে মহত্বে গানে!

এ গান বাঁচিয়া থাকে যদি তাের মাঝে!
আঁখিতারা হয়ে তাের আঁখিতে বিরাজে!

১৪