এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বসন্ত অবসান।
সিন্ধু ভৈরবী। আড়াঠেকা
কখন্ বসন্ত গেল,
এবার হল না গান!
কখন্ বকুল-ফুল
ছেয়েছিল ঝরা ফুল,
কখন্ যে ফুল-ফোটা
হয়ে গেল অবসান!
কখন্ বসন্ত গেল
এবার হল না গান!
এবার বসন্তে কিরে
যুঁথীগুলি জাগে নিয়ে!
অলিকুল গুঞ্জরিয়া,
করে নি কি মধুপান!
এবার কি সমীরণ
জাগায় নি ফুলবন!