পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তুল।
১৮৭

দুটি সােহাগের বাণী
যদি হত কানাকানী,
যদি ওই মালাখানি
পরাতে গলে!
এখন ফিরাবে আর
কিসের ছলে!

মধুরাতি পূর্ণিমার
ফিরে আসে বারবার,
সে জন ফেরে না আর
যে গেছে চ’লে!
ছিল তিথি অনুকুল,
শুধু নিমেষের ভুল,
চিরদিন তৃষাকুল
পরাণ জলে!
এখন ফিরাবে তারে
কিসের ছলে!