এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
(২৪৩)
প্রার্থনা।
তুমি কাছে নাই ব’লে হের সখা তাই
“আমি বড়” “আমি বড়” করিছে সবাই!
সকলেই উচুঁ হয়ে দাঁড়ায়ে সমুখে
বলিতেছে “এ জগতে আর কিছু নাই!”
নাথ তুমি একবার এস হাসি মুখে
এরা সবে ম্লান হয়ে লুকাক্ লজ্জায়—
সুখ দুঃখ টুটে যাক্ তব মহা সুখে,
যাক্ আলো অন্ধকার তোমার প্রভায়!
নহিলে ডুবেছি আমি, মরেছি হেথায়,
নহিলে ঘুচেনা আর মর্ম্মের ক্রন্দন,
শুষ্ক ধুলি তুলি শুধু সুধা-পিপাসার
প্রেম ব’লে পরিয়াছি মরণ বন্ধন!
কভু পড়ি কভু উঠি, হাসি আর কাঁদি—
খেলা ঘর ভেঙ্গে পড়ে রচিবে সমাধি।