পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বঙ্গভূমির প্রতি।
২৪৯

বঙ্গভূমির প্রতি।


কাফি। কাওয়ালি।


কেন চেয়ে আছ গাে মা মুখপানে!
এরা চাহে না তােমারে চাহে না যে,
 আপন মায়েরে নাহি জানে!
এরা তােমায় কিছু দেবে না দেবে না
 মিথ্যা কহে শুধু কত কি ভানে!
তুমিত দিতেছ মা যা আছে তােমারি
স্বর্ণ শস্য তব, জাহ্নবীবারি,
জ্ঞান ধর্ম্ম কত পুণ্য কাহিনী,
এরা কি দেবে তােরে, কিছু না কিছু না
 মিথ্যা কবে শুধু হীন পরাণে!
মনের বেদনা রাখ মা মনে,
নয়ন বারি নিবার’ নয়নে,
মুখ লুকাও মা ধুলি শয়নে,
 ভুলে থাক যত হীন সন্তানে।