এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শরতের শুকতারা।
একাদশী রজনী
পােহায় ধীরে ধীরে;—
রাঙা মেঘ দাড়ায়
উষারে ঘিরে ঘিরে।
ক্ষীণচাঁদ নভের
আড়ালে যেতে চায়,—
মাঝখানে দাঁড়ায়ে
কিনারা নাহি পায়।
বড় মান হয়েছে
চাঁদের মুখখানি,
আপনাতে আপনি
মিশাবে অনুমানি।
হের দেখ কে ওই
এসেছে তার কাছে,—
শুকতারা চাঁদের
মুখেতে চেয়ে আছে।