এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কাঙালিনী।
আনন্দময়ীর আগমনে,
আনন্দে গিয়েছে দেশ ছেয়ে।
ছের ওই ধনীর দুয়ারে
দাঁড়াইয়া কাঙালিনী মেয়ে!
উৎসবের হাসি-কোলাহল
শুনিতে পেয়েছে ভোর বেলা,
নিরানন্দ গৃহ তেয়াগিয়া
তাই আজ বাহির হইয়া
আসিয়াছে ধনীর দুয়ারে
দেখিবারে আনন্দের খেলা।
বাজিতেছে উৎসবে বাঁশী
কানে তাই পশিতেছে আসি,
মান চোখে তাই ভাসিতেছে
দুরাশার সুখের স্বপন;
চারি দিকে্ প্রভাতের আলো
নয়নে লেগেছে বড় ভালো,