পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভবিষ্যতের রঙ্গভূমি।
৩১

আমাদেরি ফুলগুলি
সেথাও নাচি’ছে দুলি,
আমাদেরি পাখীগুলি গেয়ে হল সারা!
ওই দুর খেলাঘরে করে আনাগোনা,
হাসে কাঁদে কত কে যে নাহি যায় গণা!
আমাদের পানে, হায়,
ভুলেও ত নাহি চায়,
মোদের ওরা ত কেউ ভাই বলিবে না।
ওই সব মধুমুখ অমৃত-সদন,
না জানি রে আর কা’রা করিবে চুম্বন!
সরমময়ীর পাশে
বিজড়িত আধ-ভাষে
আমরা ত শুনাব না প্রাণের বেদন!

আমাদের খেলাঘরে কা’রা খেলাইছ!
সাঙ্গ না হইতে খেলা
চলে এনু সন্ধে বেলা,
ধূলির সে ঘর ভেঙ্গে কোথা ফেলাইছ!