পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিষ্টি পড়ে টাপুর্ টুপুর্ নদী এল বাণ।
৭৭

এ মনে পড়ে সুয়োরাণী
দুয়োরাণীর কথা,
মনে পড়ে অভিমানী
কঙ্কাবতীর ব্যথা,
মনে পড়ে ঘরের কোণে
মিটিমিটি আলো,
চারিদিকে দেয়ালেতে
ছায়া কালো কালো।
বাইরে কেবল জলের শব্দ
ঝুপ্ ঝুপ্ ঝুপ্—
দস্যি ছেলে গপ্প শোনে
একেবারে চুপ্।
তারি সঙ্গে মনে পড়ে
মেঘ‍্লা দিনের গান
“বিষ্টি পড়ে টাপুর্ টুপুর্
নদী এল বাণ।”