এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পুরোনাে বট।
৮৭
নিশি-দিসি দাঁড়িয়ে আছ
মাথায় লয়ে জট,
ছােট ছেলেটি মনে কি পড়ে
ওগাে প্রাচীন বট?
কতই শাখী তােমার সাথে
বসে যে চলে গেছে,
ছােট ছেলেরে তাদেরি মত
ভুলে কি যেতে আছে?
তােমার মাঝে হৃদয় তারি
বেঁধে ছিল যে নীড়।
তামার) ভালেপালায় সাধগুলি তার
কত করেছে ভিড়।
মনে কি নেই সারাটা দিন
বসিয়ে বাতায়নে,
তােমার পানে মইত চেয়ে
অবক দুনয়নে?
তােমার তলে মধুর ছায়া
তােমার তলে ছুটি,