পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

প্রশ্নের অতীত

‘হে সমুদ্র, চিরকাল কী তোমার ভাষা।’
সমুদ্র কহিল, ‘মোর অনন্ত জিজ্ঞাসা।’
‘কিসের স্তব্ধতা তব, ওগো গিরিবর।’
হিমাদ্রি কহিল, ‘মোর চির-নিরুত্তর।’

৮১