পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

স্বাধীনতা

শর ভাবে, ‘ছুটে চলি, আমি তো স্বাধীন,—
ধনুকটা এক ঠাঁই বদ্ধ চিরদিন।’
ধনু হেসে বলে, ‘শর, জান না সে কথা—
আমারি অধীন জেনো তব স্বাধীনতা।’

৮২