পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

সৌন্দর্যের সংযম

নর কহে, ‘বীর মোরা যাহা ইচ্ছা করি।’
নারী কহে জিহ্বা কাটি, ‘শুনে লাজে মরি।’
‘পদে পদে বাধা তব’ কহে তারে নর।
কবি কহে, ‘তাই নারী হয়েছে সুন্দর।’

৯০