পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

স্পষ্ট সত্য

সংসার কহিল, ‘মোর নাহি কপটতা—
জন্মমৃত্যু, সুখদুঃখ, সবই স্পষ্ট কথা।
আমি নিত্য কহিতেছি যথাসত্য বাণী,
তুমি নিত্য লইতেছ মিথ্যা অর্থখানি।’

১০৩