পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

হাতে কলমে

বোলতা কহিল, ‘এ যে ক্ষুদ্র মউচাক,
এরি তরে মধুকর এত করে জাঁক!’
মধুকর কহে তারে, ‘তুমি এস, ভাই,
আরো ক্ষুদ্র মউচাক রচো দেখে যাই।’

৩০