এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পরবিচারে গৃহভেদ
আম্র কহে, ‘এক দীন, হে মাকাল ভাই,
আছিনু বনের মধ্যে সমান সবাই–
মানুষ লইয়া এল আপনার রুচি,
মূল্যভেদ শুরু হল, সাম্য গেল ঘুচি।’
৩১
পরবিচারে গৃহভেদ
আম্র কহে, ‘এক দীন, হে মাকাল ভাই,
আছিনু বনের মধ্যে সমান সবাই–
মানুষ লইয়া এল আপনার রুচি,
মূল্যভেদ শুরু হল, সাম্য গেল ঘুচি।’