পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

সাম্যনীতি

কহিল ভিক্ষার ঝুলি, 'হে টাকার তোড়া,
তোমাতে আমাতে ভাই, ভেদ অতি থোড়া—
আদান প্রদান হোক।’ তোড়া কহে রাগে,
‘সে থোড়া প্রভেদটুকু ঘুচে যাক আগে।’

৩৩