পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

ভক্তি ও অতিভক্তি

ভক্তি আসে রিক্তহস্ত প্রসন্নবদন;
অতিভক্তি বলে, ‘দেখি, কী পাইলে ধন।’
ভক্তি কয়, ‘মনে পাই, না পারি দেখাতে।’
অতিভক্তি কয়, ‘আমি পাই হাতে হাতে।’

৩৯