পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

প্রবীণ ও নবীন

‘পাকা চুল মোর চেয়ে এত মান্য পায়’
কাঁচা চুল সেই দুঃখে করে ‘হায় হায়’।
পাকা চুল বলে, ‘মান সব লও, বাছা
আমারে কেবল তুমি করে দাও কাঁচা।’

৪০