পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

একই পথ

দ্বার বন্ধ ক’রে দিয়ে ভ্রমটারে রুখি।
সত্য বলে, ‘আমি তবে কোথা দিয়ে ঢুকি।’

৫৮