পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

কলঙ্কব্যবসায়ী

‘ধুলা, কর কলঙ্কিত সবার শুভ্রতা—
সেটা কি তোমারি নয় কলঙ্কের কথা।’

৬১