পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।



উপলক্ষ্য

কাল বলে, ‘আমি সৃষ্টি করি এই ভব।’
ঘড়ি বলে, ‘তা হলে আমিও স্ৰষ্টা তব।’

৬৬