পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

নূতন ও সনাতন

রাজা ভাবে, ‘নব নব আইনের ছলে
ন্যায় সৃষ্টি করি আমি।’ ন্যায়ধর্ম বলে,
‘আমি পুরাতন, মোরে জন্ম কেবা দেয়।
যা তব নূতন সৃষ্টি সে শুধু অন্যায়।’

৬৭