পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

কুয়াশার আক্ষেপ

‘কুয়াশা, নিকটে থাকি, তাই হেলা মোরে।
মেঘ ভায়া দূরে রন, থাকেন গুমোরে।’
কবি কুয়াশারে কয়, ‘শুধু তাই না কি—
মেঘ দেয় বৃষ্টিধারা, তুমি দাও ফাঁকি।’

৬৯