পাতা:কথা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কথা
১০৩

বাঁধা আঁচল খুলে ফেলে বর,
মুখের পানে চাহে পরস্পর,
কহে—“প্রিয়ে নিলেম অবসর,
এসেছে ঐ মৃত্যুসভার ডাক।”
বৃথা এখন উঠে হুলুধ্বনি,
বৃথা এখন বেজে ওঠে শাঁখ।


বরের বেশে টোপর পরি শিরে
ঘোড়ায় চড়ি ছুটে রাজকুমার।
মলিন মুখে নম্র নতশিরে
কন্যা গেল অন্তঃপুরে ফিরে
হাজার বাতি নিবল ধীরে ধীরে
রাজার সভা হোলো অন্ধকার।
গলায় মালা টোপর-পরা শিরে
ঘোড়ায় চড়ি ছুটে রাজকুমার।


মাতা কেঁদে কহেন—বধূ-বেশ
খুলিয়া ফেল্ হায় রে হতভাগী।
শান্তভাষে কন্যা কহে মায়ে—
কেঁদো না মা ধরি তোমার পায়ে।