এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৬
কথা
ভিক্ষু ঊর্ধ্বভুজে করে জয়নাদ,
কহে “ধন্য মাতঃ, করি আশীর্বাদ,
মহাভিক্ষুকের পূরাইলে সাধ
পলকে।”
চলিলা সন্ন্যাসী ত্যজিয়া নগর
ছিন্ন চীরখানি লয়ে শিরোপর,
সঁপিতে বুদ্ধের চরণ-নখর
আলোকে।
৫ই কার্ত্তিক, ১৩১৪
প্রতিনিধি
বসিয়া প্রভাত কালে সেতারার দুর্গভালে
শিবাজি হেরিলা একদিন—
রামদাস গুরু তাঁর ভিক্ষা মাগি দ্বার দ্বার
ফিরিছেন যেন অন্নহীন।
ভাবিলা,—এ কী এ কাণ্ড, গুরুজির ভিক্ষাভাণ্ড,
ঘরে যাঁর নাই দৈন্য লেশ।
সবই যাঁর হস্তগত রাজ্যেশ্বর পদানত
তাঁরো নাই বাসনার শেষ?