পাতা:কথা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কথা
১০৭

বীরগণ যেন শ্রাবণের স্রোতে
ছুটিয়া আসে অজস্র।


উড়িল গগনে বিজয়পতাকা
ধ্বনিল শতেক শঙ্খ।
হুলুরব করে অঙ্গনা সবে,
মারাঠা নগরী কাঁঁপিল গরবে,
রহিয়া রহিয়া প্রলয় আরবে
বাজে ভৈরব ডঙ্ক।


ধুলার আড়ালে ধ্বজ-অরণ্যে
লুকাল প্রভাত সূর্য।
রক্ত অশ্বে রঘুনাথ চলে,
আকাশ বধির জয়-কোলাহলে;
সহসা যেন কী মন্ত্রের বলে
থেমে গেল রণ তূর্য।


সহসা কাহার চরণে ভূপতি
জানাল পরম দৈন্য?
সমরোন্মাদে ছুটিতে ছুটিতে
সহসা নিমেষে কার ইঙ্গিতে