পাতা:কথা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কথা
১১১

“মারাঠার যত পতঙ্গপাল
কৃপাণ অনলে আজ
ঝাঁপ দিয়া পড়ি ফিরেনাকো যেন”—
গর্জিলা দুমরাজ।


মাড়োয়ার হতে দূত আসি বলে—
বৃথা এ সৈন্যসাজ।
হেরো এ প্রভুর আদেশপত্র,
দুর্গেশ দুমরাজ।
সিন্দে আসিছে, সঙ্গে তাঁঁহার
ফিরিঙ্গি সেনাপতি,—
সাদরে তাঁদের ছাড়িবে দুর্গ,
আজ্ঞা তোমার প্রতি।
বিজয়লক্ষ্মী হয়েছে বিমুখ
বিজয়সিংহ পরে;
বিনা সংগ্রামে আজমীর গড়
দিবে মারাঠার করে।”
“প্রভুর আদেশে বীরের ধর্মে
বিরোধ বাধিল আজ”
নিশ্বাস ফেলি কহিলা কাতরে
দুর্গেশ দুমরাজ।