পাতা:কথা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কথা
৬৩

বুদ্ধের চরণরেণু লয়ে
মধুকণ্ঠে কহিল বিনয়ে:—

ভিক্ষুণীর অধম সুপ্রিয়া
তব আজ্ঞা লইল বাহিয়া।
কাঁদে যারা খাদ্যহারা  আমার সন্তান তারা;
নগরীরে অন্ন বিলাবার
আমি আজি লইলাম ভার।

বিস্ময় মানিল সবে শুনিঃ—
ভিক্ষুকন্যা তুমি যে ভিক্ষুণী—
কোন্ অহংকারে মাতি  লইলে মস্তক পাতি
এ হেন কঠিন গুরু কাজ।
কী আছে তোমার, কহ আজ।

কহিল সে নমি সবা কাছে—
শুধু এই ভিক্ষা পাত্র আছে।
আমি দীনহীন মেয়ে  অক্ষম সবার চেয়ে,
তাই তোমাদের পাব দয়া
প্রভু আজ্ঞা হইবে বিজয়া।