পাতা:কথা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কথা
৬৯

তুলসী কহিল, মাতঃ যাবে কোন্‌খানে
এত আয়োজন।
সতী কহে—পতিসহ যাব স্বর্গপানে
করিয়াছি মন।
“ধরা ছাড়ি কেন নারী স্বর্গ চাহ তুমি”
সাধু হাসি কহে—
“হে জননী, স্বর্গ যাঁর, এ ধরণীভূমি
তাঁহারি কি নহে।”


বুঝিতে না পারি কথা নারী রহে চাহি
বিস্ময়ে অবাক—
কহে কর জোড় করি—স্বামী যদি পাই
স্বর্গ দূরে থাক্।
তুলসী কহিল হাসি—ফিরে চলো ঘরে
কহিতেছি আমি
ফিরে পাবে আজ হতে মাসেকের পরে
আপনার স্বামী।
রমণী আশার বশে গৃহে ফিরে যায়
শ্মশান তেয়াগি;
তুলসী জাহ্নবীতীরে নিস্তব্ধ নিশায়
রহিলেন জাগি।