পাতা:কথা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৭০
কথা

নারী রহে শুদ্ধচিতে নির্জন ভবনে,
তুলসী প্রত্যহ
কী তাহারে মন্ত্র দেয়, নারী একমনে
ধ্যায় অহরহ।
এক মাস পূর্ণ হতে প্রতিবেশীদলে
আসি তার দ্বারে
শুধাইল, পেলে স্বামী।—নারী হাসি বলে
পেয়েছি তাঁহারে।
শুনি ব্যগ্র কহে তা’রা—কহ তবে কহ
আছে কোন্ ঘরে।
নারী কহে রয়েছেন প্রভু অহরহ
আমারি অন্তরে।

২৯শে আশ্বিন, ১৩০৬




স্পর্শমণি

(ভক্তমাল)

নদীতীরে বৃন্দাবনে   সনাতন একমনে
জপিছেন নাম।
হেনকালে দীনবেশে   ব্রাহ্মণ চরণে এসে
করিল প্রণাম।