পাতা:কথা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কথা
৭৯

গুরুজীর জয় কহিয়া বালক
লুটাল ধরণীতলে।

সভা হোলো নিস্তব্ধ।
বন্দার দেহ ছিঁড়িল ঘাতক
সাঁড়াশি করিয়া দগ্ধ।
স্থির হয়ে বীর মরিল, না করি
একটি কাতর শব্দ।
দর্শকজন মুদিল নয়ন,
সভা হোলো নিস্তব্ধ।

৩০শে,আশ্বিন, ১৩০৬





মানী

আরঙজেব ভারত যবে
করিতেছিল খান্‌খান্‌—
মারব পতি কহিলা আসি
করহ প্রভু অবধান—
গোপনরাতে অচলগড়ে
নহর্ যাঁরে এনেছে ধ’রে