এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কথা
৮৩
সভার মাঝে পরস্পর
নীরবে উঠে পরিহাস।
বাদ্শা কহে “অচল হয়ে
অচলগড়ে করো বাস।”
১লা কার্ত্তিক, ১৩০৬
প্রার্থনাতীত দান[১]
পাঠানেরা যবে বাঁধিয়া আনিল
বন্দী শিখের দল—
সুহিদ্গঞ্জে রক্ত-বরন
হইল ধরণীতল।
নবাব কহিল—শুন তরুসিং
তোমারে ক্ষমিতে চাই।
তরুসিং কহে মোরে কেন তব
এত অবহেলা ভাই।
নবাব কহিল, মহাবীর তুমি
তোমারে না করি ক্রোধ,
বেণীটি কাটিয়া দিয়ে যাও মোরে
এই শুধু অনুরোধ।
- ↑ শিখের পক্ষে বেণীচ্ছেদন ধর্ম পরিত্যাগের ন্যায় দুষনীয়।