এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গুরু গােবিন্দ
৯৭
কবে প্রাণ খুলে বলিতে পারিব-
‘পেয়েছি আমার শেষ।
তােমরা সকলে এসাে মাের পিছে,
গুরু তােমাদের সবারে ডাকিছে-
আমার জীবনে লভিয়া জীবন
জাগাে রে সকল দেশ।
‘নাহি আর ভয়, নাহি সংশয়,
নাহি আর আগুপিছু।
পেয়েছি সত্য, লভিয়াছি পথ,
সরিয়া দাঁড়ায় সকল জগৎ,
নাই তার কাছে জীবন মরণ
নাই নাই আর কিছু।'
হৃদয়ের মাঝে পেতেছি শুনিতে
দৈববাণীর মতাে-
‘উঠিয়া দাঁড়াও আপন আলােতে,
ওই চেয়ে দেখাে কত দূর হতে
তােমার কাছেতে ধরা দিবে ব'লে
আসে লোক কত শত।