পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ শিক্ষা
১০৫

এমন যে কাপুরুষ, জয় হবে তার?”
তখনি বিদ্যুৎ-হেন ছুরি খরধার
ধাপ হতে খুলি লয়ে গােবিন্দের বুকে
পাঠান বিঁধিয়া দিল। গুরু হাসিমুখে
কহিলেন, “এত দিনে হল তাের বােধ
কী করিয়া অন্যায়ের লয় প্রতিশােধ।
শেষ শিক্ষা দিয়ে গেনু আজি শেষবার
আশীর্বাদ করি তােরে হে পুত্র আমার!”

৬ কার্তিক ১৩০৬