পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নকল গড়
১০৭

হামু রাজা দিচ্ছে থানা,
ভয় কারে কয় নাইকো জানা-
তাহার সদ্য প্রমাণ রানা
 পেয়েছেন প্রচুর।
হারাবংশীর কেল্লা বুঁদি
 যােজন-তিনেক দূর।

মন্ত্রী কহে যুক্তি করি,
 “আজকে সারা রাতি
মাটি দিয়ে বুঁদির মতাে
 নকল কেল্লা পাতি।
রাজা এসে আপন করে
দিবেন ভেঙে ধূলির 'পরে,
নইলে শুধু কথার তরে
 হবেন আত্মঘাতী।”
মন্ত্রী দিল চিতাের-মাঝে
 নকল কেল্লা পাতি।

কুম্ভ ছিল রানার ভৃত্য
 হারাবংশী বীর—
হরিণ মেরে আসছে ফিরে,
 স্কন্ধে ধনু তীর।