এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
হােরিখেলা
১১৩
‘চোখে কেন লাগছে নাকো নেশা’
মনে মনে ভাবছে কেসর খাঁ,
‘বক্ষ কেন উঠছে নাকো দুলি,
নারীর পায়ে বাঁকা নূপুরগুলি,
কেমন যেন বলছে বেসুর বুলি,
তেমন ক'রে কাঁকন বাজছে না।'
‘চোখে কেন লাগছে নাকো নেশা'
মনে মনে ভাবছে কেসর-খাঁ।
পাঠান কহে, “রাজপুতানীর দেহে
কোথাও কিছু নাই কি কোমলতা।
বাহুযুগল নয় মৃণালের মতাে,
কণ্ঠস্বরে বজ্র লজ্জাহত,
বড়াে কঠিন শুষ্ক স্বাধীন যত
মঞ্জরিহীন মরুভূমির লতা।'
পাঠান ভাবে, দেহে কিম্বা মনে
রাজপুতানীর নাইকো কোমলতা।
তান ধরিয়া ইমন ভূপালিতে
বাঁশি বেজে উঠল দ্রুত তালে।
কুগুলেতে দোলে মুক্তামালা,
কঠিন হাতে মােটা সােনার বালা-