পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১৬

বিবাহ


রাজস্থান



প্রহর-খানেক রাত হয়েছে শুধু
 ঘন-ঘন বেজে ওঠে শাঁখ।
বরকন্যা যেন ছবির মতাে
আঁচল-বাঁধা দাঁড়িয়ে আঁখি-নত,
জানলা খুলে পুরাঙ্গনা যত
 দেখছে চেয়ে ঘােমটা করি ফাঁক।
বরষারাতে মেঘের গুরুগুরু,
 তারি সঙ্গে বাজে বিয়ের শাঁখ।

ঈশান কোণে থমকে আছে হাওয়া,
 মেঘে মেঘে আকাশ আছে ঘেরি।
সভাকক্ষে হাজার দীপালােকে
মণিমালায় ঝিলিক হানে চোখে,
সভার মাঝে হঠাৎ এল ও কে,
 বাহির-দ্বারে বেজে উঠল ভেরি।
চমকে ওঠে সভার যত লােকে,
 উঠে দাঁড়ায় বর-কনেরে ঘেরি।