পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিবাহ
১১৭

টোপর-পরা মেত্রিরাজকুমারে
 কহে তখন মাড়ােয়ারের দূত,
“যুদ্ধ বাধে বিদ্রোহীদের সনে,
রামসিংহ রানা চলেন রণে,
তােমরা এসাে তাঁরি নিমন্ত্রণে
 যে যে আছ মর্তিয়া রাজপুত।”
“জয় রানা রামসিঙের জয়”
 গর্জি উঠে মাড়ােয়ারের দূত।

“জয় রানা রামসিঙের জয়”
 মেত্রিপতি ঊর্ধবস্বরে কয়।
কনের বক্ষ কেঁপে ওঠে ডরে,
দুটি চক্ষু ছলােছলাে করে-
বরযাত্রী হাঁকে সমস্বরে,
 “জয় রানা রামসিঙের জয়।”
“সময় নাহি মেত্রিরাজকুমার”
 মহারানার দূত উচ্চে কয়।

বৃথা কেন ওঠে হুলুধ্বনি,
 বৃথা কেন বেজে ওঠে শাঁখ।
বাঁধা আঁচল খুলে ফেলে বর,
মুখের পানে চাহে পরস্পর-